ইনস্টাগ্রাম ব্যবহার করেছেন অনেক দিন হল। তারপরও তিনি কী করে এমন একখানা ভুল করে বসলেন। এটাই এখন অ্যাভেঞ্জার্সখ্যাত অভিনেতা ক্রিস ইভান্সের ভক্তদের প্রশ্ন। বিশ্বজুড়ে লকডাউনের সময় ক্রিস ইভান্স ইনস্টাগ্রামে আসেন। তিনি জানিয়েছিলেন, ইনস্টাগ্রামে আদরের পোষ্যটির ছবি পোস্ট করে ভক্তদের দেখাবেন। বেশ কিছুদিন তিনি সেটাই করছিলেন। তার আদরের পোষ্যটির ছবি দেখে মন ভরছিল ভক্তদের। কিন্তু হঠাৎ কোড়েঈ তিনি এত বড় ভুল করে বসলেন। ভক্তরা বুঝতেই পারছেন না, 'ক্যাপ্টেন আমেরিকা' ইচ্ছে করেই এমনটা করলেন। নাকি সত্যিই কোথাও ভুল হয়ে গিয়েছিল!
একটি ছোট ভিডিও ক্লিপস শেয়ার করেছিলেন ইভান। সেখানে তাকে বন্ধুদের সঙ্গে মজা করতে দেখা যাচ্ছিল। এরপরই তার নগ্ন ছবি ফুটে ওঠে। সেই সময় ক্রিসের ক্যামেরা রোল হতে শুরু করেছিল। আর তখনই তার লজ্জাস্থানের ছবি ভেসে ওঠে। এরপরই সোশ্যাল মিডিয়া সেই ছবি নিয়ে উত্তাল হয়ে ওঠে। ক্রিস ইভান্সের এমন কাণ্ড টুইটারে ট্রেন্ড করতে শুরু করে। মনে করা হচ্ছে, ভুলবশতই ক্রিসের সেই ছবি পোস্ট হয়ে গিয়েছিল। তবে অনেকেই ক্যাপ্টেন আমেরিকার সেই ছবি নিয়ে মজা করার সুযোগ ছাড়েননি।
কেউ কেউ আবার বলেছেন, ক্রিস ইভান্সের সঙ্গে যেটা হয়েছে তা যে কারও সঙ্গে হতে পারে। আমরা সবাই নিজেদের ব্যক্তিগত দিক আড়ালে রাখার চেষ্টা করি। তবে অনেক সময় সেই দিক ভুলবশত প্রকাশ্যে চলে আসে। আর তখন অন্যদের দায়িত্ব বেড়ে যায়। কারও ব্যক্তিগত দিক নিয়ে মশকরা করাটা মোটেও সভ্য আচরণ নয়। কিন্তু ইভান্সকে নিয়ে মজা চলতেই থাকে।
ক্রিস ইভান্স ইতিমধ্যে জানিয়েছেন, তাকে আর অ্যাভেঞ্জার্স ছবির সিরিজে দেখা যাবে না। তিনি অ্যাভেঞ্জার্স ছবির পরিচালক রুসো ব্রাদার্সের সঙ্গে ডিফেন্ডিং জ্যাকবস সিরিজে কাজ করা শুরু করেছেন। একইসঙ্গে রায়ান গসলিংয়ের নেটফ্লিক্স-এর একটি ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ