বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেট তারকা বিরাট কোহলির ঘরে সুখবর আসার অপেক্ষা। রবিবার বেবি বাম্পের ছবি পোস্ট করে অনুষ্কা শর্মা লেখেন, ''একটা নতুন জীবন সৃষ্টি করার থেকে সত্যি আর কিছু হতে পারে না। এটা এমন একটা বিষয়, যেটা আপনার নিয়ন্ত্রণে নেই''।
আনুশকা এই পোস্টের নিচে কমেন্টে বিরাট কোহলি লেখেন, ''এক ফ্রেমে আমার পুরো বিশ্ব''। আনুষ্কার পোস্টে কমেন্ট করতে দেখা যায় অভিনেত্রী মৌনি রায়কেও।
গত ২৭ অগস্ট, আনুশকা তার মা হতে চলার খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''আমরা তিনজন হতে চলেছি। ২০২১-এ সে আসছে।''
আনুশকা শর্মার এই পোস্টের নিচে শুভেচ্ছা বার্তায় ভরে যায়। রণবীর সিং, বরুণ ধাওয়ান, কিয়ারা আডবাণী, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে অনেক বলি তারকাই বিরাট-আনুশকাকে শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, ২০১৭-র ১১ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন বিরাট-আনুশকা জুটি। ইতালিতে হয় তাদের স্বপ্নের বিয়ের অনুষ্ঠান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ