চলতি বছরের ২১ আগস্ট থেকে আরটিভি’র পর্দায় প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রচারিত হচ্ছে সত্যিকার জীবনগল্প নিয়ে নির্মিত সম্পূর্ণ ভিন্নরকম টিভি সিরিজ ‘আমিও আছি’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই টিভি সিরিজের প্রতি পর্বে আছে একজন করে বিবাহিত কিশোরীর গল্প। যেখানে কিশোরীরা নিজের জীবনগল্প বলেছেন নিজমুখে।
১৩ পর্বের এই টিভি সিরিজের ৮টি পর্ব ইতোমধ্যে প্রচারিত হয়েছে। অসাধারণ এই গল্পগুলো দেশ-বিদেশের দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে! বিপুল সংখ্যক দর্শক তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদেরকে এই টিভি সিরিজটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন। আজ প্রচার হবে টিভি সিরিজটির ৯ম পর্ব।
বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাস-এর অর্থায়নে ‘আমিও আছি’ শিরোনামে ১৩ পর্বের এ টিভি সিরিজটিতে আছে বাল্যবিবাহের শিকার ১৩ জন কিশোরীর জীবন সংগ্রাম, নিজের জীবন বদলাতে তাদের ঘুরে দাঁড়ানো, এলাকার বাল্যবিবাহ প্রতিরোধে তাদের কার্যকর ভূমিকা।
ইমেজ প্লাস প্রকল্পের উদ্যোগে এ টিভি সিরিজটি নির্মাণ করেছে প্রকল্পের মিডিয়া ও কমিউনিকেশন পার্টনার রেডঅরেঞ্জ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স। ‘আমিও আছি’-এর নামকরণ প্রসঙ্গে তারা বলেছেন, সমাজে এরকম অনেক মানুষ আছে যাদের কোন ব্যক্তিপরিচয় থাকে না, সবার সাথে বসবাস করেও তারা কোথাও নেই, সবার সামনে থেকেও যেন অদৃশ্য! বিশেষ করে কম বয়সে মেয়েদের বিয়ে হলে এরকম ঘটনা বেশি ঘটে। মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়, স্বপ্নগুলো সে হারিয়ে ফেলে, এমনকি হারিয়ে ফেলে নিজের পরিচয়! এখানে যাদের গল্প বলা হয়েছে, তারা কিন্তু শত বাধা সত্ত্বেও হারিয়ে যায়নি, তারা আছে। তাই টিভি সিরিজের নাম- ‘আমিও আছি’।
এই জীবনগল্পগুলো তুলে আনতে ‘আমিও আছি’-এর টিম ছুটে বেড়িয়েছে উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চল। ঘুরে দাঁড়ানোর গল্পগুলো পুরো টিমকে অনুপ্রাণিত করেছে, ভালো কাজের উৎসাহ যুগিয়েছে। শুধু তাই নয় টিমের বিশ্বাস এই গল্পগুলো সারাদেশের বিবাহিত কিশোরী ও নারীদের এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে কাজ করবে।
ইমেজ প্লাস নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামে গত ৬ বছর ধরে কাজ করছে।
প্রথমে ইমেজ ও পরবর্তী ফেইজে ইমেজ প্লাস উদ্যোগটি বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাস-এর অর্থায়নে টেরে ডেস্ হোমস নেদারল্যান্ডস-এর নেতৃত্বে, এসকেএস ফাউন্ডেশন, পল্লীশ্রী এবং টেরে ডেস্ হোমস ফাউন্ডেশন কুড়িগ্রাম দ্বারা পরিচালিত ও বাস্তবায়িত হচ্ছে। রেডঅরেঞ্জ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স এই প্রজেক্টের যোগাযোগ ও কৌশলগত পার্টনার হিসেবে কাজ করে যাচ্ছে প্রথম থেকেই।
ফারজানা আহসান মিহির উপস্থাপনায় প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ‘আমিও আছি’ টিভি সিরিজটি আপনারা দেখতে পাবেন আরটিভি’র পর্দায়। এছাড়া প্রচারের পর ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটে পাওয়া যাবে টিভি সিরিজটি।
বিডি প্রতিদিন/আবু জাফর