২২ জানুয়ারি, ২০২১ ১৮:২৮

ইউটিউবে উন্মুক্ত হল ‘জলঘড়ি’

অনলাইন ডেস্ক

ইউটিউবে উন্মুক্ত হল ‘জলঘড়ি’

আসাদ জামানের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জলঘড়ি’ বেশ কিছু আন্তর্জাতিক উৎসব ঘুরে এবার উন্মুক্ত হলো অনলাইনে। গতকাল বৃহস্পতিবার বৃক্ষ ফিল্মসের ইউটিউব চ্যানেলে ছবিটির প্রিমিয়ার হয়। এর আগে, গত ১৮ জানুয়ারি প্রিমিয়ার হওয়ার কথা ছিল চলমান ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। কিন্তু সেন্সর ছাড়পত্র না পাওয়ায় তা সম্ভব হয়নি। 

নির্মাতা আসাদ জামান সেন্সরে ছাড়পত্র না পাওয়া প্রসঙ্গে গণমাধ্যমকে জানান, ‘বিশ্বের পাঁচটি স্বনামধন্য চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশন ও ঝাড়খণ্ড চলচ্চিত্র উৎসবে সেরা অ্যাকশন থ্রিলার হিসেবে পুরস্কৃত হয়েছে ছবিটি। কিন্তু নিজের দেশের চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের দিনক্ষণ প্রকাশ ও প্রচারের পরও শেষ মুহূর্তে এসে সেন্সর না দেওয়ায় ঢাকা চলচ্চিত্র উৎসব আমাদের ছবিটির প্রিমিয়ার শো বাতিল করেছে।

নির্মাতার নিজেরই কাহিনি-চিত্রনাট্যে নির্মিত ‘জলঘড়ি’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা মার্টিন, হাসনাত রিপন, সাজাহান সৌরভ, ইভান সাইর, জয়িতা মহলানবিশ প্রমুখ।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর