২৬ জানুয়ারি, ২০২১ ১০:০৭

হার্ভে ওয়েনস্টেইনের হাতে নিপীড়িতরা পাবেন ১৭ মিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক

হার্ভে ওয়েনস্টেইনের হাতে নিপীড়িতরা পাবেন ১৭ মিলিয়ন ডলার

ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে গত বছর চলচ্চিত্র পরিচালক ও হলিউড মুঘল হার্ভে ওয়েইনস্টেইনের ২৩ বছর কারাদণ্ড দেওয়া হয়। তার হাতে নিপীড়নের শিকার নারীরা পাচ্ছেন ১৭ মিলিয়ন ডলার। এ বিষয়ে সম্মতি দিয়েছেন মার্কিন বিচারক মেরি ওয়ালরাথ।

এ অর্থ আসবে ওয়েনস্টেইনের কোম্পানি The Weinstein Company থেকে। স্বাধীন চলচ্চিত্র স্টুডিও হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এ কোম্পানি। এর অন্যতম সহপ্রতিষ্ঠাতা ছিলেন হার্ভে। ২০১৭ সালের শেষের দিকে হার্ভের বিরুদ্ধে পরপর যৌন হয়রানির অভিযোগ উঠার পর কোম্পানির সুনাম ক্ষতিগ্রস্ত হয়। পরের বছর ২০১৮ সালে কোম্পানিটি নিজেকে দেউলিয়া ঘোষণা করে। একজন প্রোডাকশন সহকারীকে যৌন হয়রানি ও এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল হার্ভের বিরুদ্ধে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর