ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা প্রজ্ঞা জসওয়াল। এবার তাকে দেখা যাবে বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের বিপরীতে। ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ নামের ওই ছবিতে শিখ পুলিশের ভূমিকায় দেখা যাবে সালমানকে।
ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন মহেশ মঞ্জরেকর। প্রজ্ঞা জয়সওয়াল ইন্ডাস্ট্রির কোনও নতুন মুখ নয়। ২০১৪ সালে ‘ভিরাত্তু তথা দেগা’ ছবির হাত ধরে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন অভিনেত্রী। ২০১৫ তেলুগু ছবিতেও অভিনয় করেছিলেন প্রজ্ঞা। ২০১৪ সালে ‘টিটো এমবিএ’ ছবির হাত ধরে বলিউডে পথ চলা শুরু প্রজ্ঞার।
উল্লেখ্য, বসয়ে সালমানের চেয়ে ২৫ বছরের ছোট প্রজ্ঞা। তবে নিজের অর্ধেক বয়সের বা তার চেয়েও ছোট বয়সের নায়িকার সঙ্গে এর আগেও বহুবার পর্দায় জুটি বেঁধেছেন সালমান। আর তার সঙ্গে অভিনয় করে অনেকেই আজ প্রতিষ্ঠিত নায়িকা।
বিডি-প্রতিদিন/শফিক