সারা বিশ্বের ১২ হাজার ব্যক্তিকে হারিয়ে ব্যতিক্রমী এক প্রতিযোগিতায় জয়ী হয়েছেন এক সুইডিশ নার্স। তার নাম লিসা এনরোথ। গোটেবার্গ চলচ্চিত্র উৎসবের ৬০টি চলচ্চিত্র একাই দেখবেন তিনি। শনিবার সকালে তিনি দ্বীপটিতে পৌঁছে গেছেন।
সুইডেনের বিচ্ছিন্ন একটি দ্বীপে লিসার জন্য চলচ্চিত্র উৎসব দেখার ব্যবস্থা করা হয়েছে। মহামারী কভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্যসেবা দিয়েছেন লিসা।
প্রসঙ্গত, করোনার কারণে গোটেবার্গ চলচ্চিত্র উৎসব উপলক্ষে প্রেক্ষাগৃহে কোনো প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়নি। পুরো উৎসবটি পরিচালনা করা হবে অনলাইনে। সমুদ্রের মাঝখানে সেই উৎসবের একমাত্র দর্শক লিসা।
উৎসবের আয়োজকরা চলচ্চিত্রের প্রকৃত একজন ভক্তের খোঁজে ছিল। যিনি আবেগীয় ও মানসিকভাবে এ উৎসবের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পারবেন। সেই হিসেবে করোনায় স্বাস্থ্যসেবা দিতে গিয়ে ক্লান্ত লিসাকেই তাদের উপযুক্ত মনে হয়েছে। লিসা হামনেসকার নামের সেই দ্বীপে এক সপ্তাহ একা কাটাবেন। সঙ্গে কোনো ফোন, কম্পিউটার, বই কিংবা বিনোদনের আর কোনো মাধ্যম রাখার অনুমতি তাকে দেওয়া হয়নি।
বিডি প্রতিদিন/ফারজানা