জহির করিমের রচনায় ও রাহাত মাহমুদের পরিচালনায় এনটিভিতে আগামী শুক্রবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘এগ্রিমেন্ট’। নাটকের গল্পে মূলত দুই বন্ধুর এগ্রিমেন্টকে তুলে ধরা হয়েছে।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মুমতাহিনা টয়া, জহির করিম, সোহাগ, রেশমী, লৌহ পলাশ প্রমুখ। নির্মাতা রাহাত মাহমুদ জানান, ‘দুই বন্ধু আগে থেকে ঠিক করে রাখে, তাদের ছেলেমেয়ে বড় হলে বিয়ে দেবে। কিন্তু ছেলেমেয়েদের যখন পরিচয় হয়, তাদের মধ্যে নানা কারণে ঝগড়া হতে থাকে।
এক পর্যায়ে, দুই পরিবার পরিকল্পনা করে তাদের অন্য জায়গায় বিয়ে দিতে চায়। তখন আবার দুজন অন্য কোথাও বিয়ে করতে রাজি হয় না। এভাবে এগিয়ে যাবে নাটকের গল্প।’
বিডি-প্রতিদিন/শফিক