গোল্ডেন গ্লোব পুরস্কার নিয়ে চলছে বিতর্ক। আর সেই বিতর্কে নতুন মাত্রা দিল টম ক্রুজের পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। টম তিন বার গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছিলেন। ‘জেরি ম্যাগুয়ের’, ‘ম্যাগনোলিয়া’, ‘বর্ন অন দ্য ফোর্থ অফ জুলাই’-এই তিনটি ছবির জন্যে তিনি গোল্ডেন গ্লোব পেয়েছিলেন।
টম জানিয়েছেন, তিনি এই পুরস্কার তিনটি ফিরিয়ে দেবেন হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশানকে। সেই সঙ্গে আরও বলেছেন, এইচএফপিএ এর সঙ্গে আর কোন রকম যোগাযোগ রাখবেন না।
গোল্ডেন গ্লোব পুরস্কারের নেপথ্যে রয়েছে এইচএফপিএ। ৫৫টি দেশের ৯০ জন সদস্য নিয়ে গঠিত এই সংস্থা সিনেমা, সিরিয়াল বা অন্যান্য বিনোদনের ক্ষেত্রে যারা অসাধারণ কাজ করেন তাদের গোল্ডেন গ্লোব পুরস্কার দিয়ে থাকে। তবে গত ফেব্রুয়ারি মাসে ২০২১ গোল্ডেন গ্লোব অনুষ্ঠিত হওয়ার পর থেকেই এই সংস্থার সদস্যপদ সংক্রান্ত বিতর্ক দেখা দিয়েছে।
প্রকাশ্যে এসেছে, ২০০২ সাল থেকে এইচএফপিএ-তে কোন কৃষ্ণাঙ্গ সদস্য নেই। এই প্রসঙ্গে সংস্থার তরফে জানানো হয়েছিল, তারা আভ্যন্তরীণ নিয়ম বিধিতে কিছু পরিবর্তন আনবে। কিন্তু এখনও পর্যন্ত কোন পদক্ষেপই গ্রহণ করা হয়নি।
হলিউডের একাধিক তারকা মিলে এইচএফপিএ-কে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই তালিকায় রয়েছেন টম ক্রুজ, মার্ক র্যাফালো, স্কারলেট জোহেনসন প্রমুখ। টম ক্রুজ এইচএফপিএ বয়কট করার একজন তীব্র সমর্থক। সেই বয়কটের সিদ্ধান্তেই ফিরিয়ে দিচ্ছেন নিজের তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার।
স্কারলেট জোহেনসন, যিনি গোল্ডেন গ্লোবের জন্যে পাঁচ বার মনোনীত হয়েছিলেন তিনিও বয়কট করছেন এইচএফপিএ-কে। স্কারলেট বলেছেন, এই সংস্থার সদস্যদের তিনি একদমই পছন্দ করেন না। কারণ তাদের প্রশ্ন কিংবা কথাবার্তা যৌন হেনস্থার থেকে কম কিছু নয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত