রক অ্যান্ড রোল হল অব ফেমে জায়গা করে নিয়েছেন মার্কিন সঙ্গীতশিল্পী জে-জেড। তার অন্যতম জনপ্রিয় কিছু গান হলো হার্ড নক লাইফ, বিগ পিমপিন, ইজ্জো ও এম্পায়ার স্টেট অব মাইন্ড। প্রথম জীবিত সোলো র্যাপার হিসেবে তার নাম উঠতে যাচ্ছে রক হলে।
প্রথম রেকর্ড প্রকাশিত হওয়ার ২৫ বছর পর সাধারণত শিল্পীরা এমন সম্মাননা পাওয়ার যোগ্য হন। এর আগে সোলো র্যাপার হিসেবে মাত্র দুজন মরোণোত্তর এ সম্মাননা পেয়েছিলেন। তারা হলেন টুপাক আমারু শাকুর (২০১৭) ও নটরিয়াস বি.আই.জি. খ্যাত ক্রিস্টোফার জর্জ লাটোর ওয়ালেস (২০২০)।
পেশাগতভাবে জে-জেড নামে পরিচিত হলেও তার আসল নাম শন কোরি কার্টার। ৫১ বছর বয়সী এ শিল্পী একাধারে র্যাপার, গীতিকার, ব্যবসায়ী ও প্রযোজক। তিনি সঙ্গীতের ইতিহাসের অন্যতম প্রভাবশালী হিপ-হপ শিল্পী হিসেবে পরিচিত। সর্বকালের সেরা র্যাপারও বলা হয়ে থাকে তাকে।
সূত্র : নিউ ইয়র্ক পোস্ট
বিডি প্রতিদিন/ফারজানা