১০০ পর্বে বৈশাখী টেলিভিশনের মিউজিক্যাল শো রিদিসা চকো ফান বিস্কিটস ‘মিউজিক ট্রেন’। প্রচার হবে শুক্রবার রাত সাড়ে ৯টায়। অন্যান্য গানের সাথে থাকছে এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী পূজা’র ‘তোমার দেখা যদি পাই’ শিরোনামের মিউজিক ভিডিও।
রবিউল ইসলাম জীবনের কথায় সংগীতশিল্পী পূজা’র ‘তোমার দেখা যদি পাই’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ সেন। রোমান্টিক ধাঁচের এই মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো মডেল হয়েছেন সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সাথে আছেন মডেল অর্ণব অন্তু এবং শিল্পী পূজা নিজে।
আমাদের দেশে অনেক প্রতিশ্রুতিশীল শিল্পী আছেন, যারা নিয়মিতই মিউজিক ভিডিও নির্মাণ করে থাকেন। অনেক সময় তাদের অডিও গানের চেয়ে মিউজিক ভিডিওটিই ব্যাপক জনপ্রিয়তা পায়। সেইসব জনপ্রিয় মিউজিক ভিডিও থেকে নির্বাচিত বেশ কয়েকটি মিউজিক ভিডিও নিয়েই মিউজিক ট্রেন। সেই সাথে থাকছে জনপ্রিয়তার ভিত্তিতে টপচার্ট। প্রচারিত মিউজিক ভিডিওগুলো থেকে থাকছে দর্শকদের জন্য মজার মজার কুইজ। উত্তরদাতাদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার। তাসনিমা অর্কির উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ আলম।
তিনি বলেন, দর্শকদের ভালোবাসার কারণেই প্রচার হচ্ছে মিউজিক ট্রেন অনুষ্ঠানের ১০০ পর্ব। বিষয়টি জেনে খুব ভালো লাগছে। অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। বিশেষ করে বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন স্যার, অনুষ্ঠান প্রধান আহসান কবির ভাই ও প্রোগ্রাম ম্যানেজা লিটু সোলায়মান ভাইয়ের অনুপ্রেরণার কারণেই অনুষ্ঠানটি আজ জনপ্রিয় হয়ে উঠেছে। তাদের প্রতিও আমার বিশেষ কৃতজ্ঞতা।
বিডি প্রতিদিন/এমআই