প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে এককালীন ৫ লাখ টাকার অনুদান পেলেন কবি, গীতিকার, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী, চারবার বঙ্গবন্ধু পদকপ্রাপ্ত লোকশিল্পী সৈয়দ নূরুল আউয়াল (তারামিয়া)।
জানা যায়, দেশের প্রখ্যাত এই লোকশিল্পীর সুচিকিৎসা ও ভবিষ্যৎ সুরক্ষা হিসেবে প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অনুদান দিয়েছেন।
এর আগে, গত বছর এই লোকশিল্পীর হার্টে ব্লক ধরা পরে। পরে রিং পরানো হয়। একসময় মঞ্চ ও মাঠঘাট দাপিয়ে কৃষিগান প্রচার করা এই লোকশিল্পীর শারীরিক অবস্থার কথা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের মাধ্যমে অবগত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডি-প্রতিদিন/শফিক