১৫ জুন, ২০২১ ০৩:২০

‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’ দিয়ে ওয়েব দুনিয়ায় ফারুকীর অভিষেক

অনলাইন ডেস্ক

‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’ দিয়ে ওয়েব দুনিয়ায় ফারুকীর অভিষেক

দক্ষিণ এশিয়ার কনটেন্টের ক্ষেত্রে সর্ববৃহৎ প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবাল আনছে মেগা বাংলাদেশি ওরিজিনাল ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’। এটি বাংলাদেশে জিফাইভ গ্লোবালের ষষ্ঠ অরিজিনাল আর দ্বিতীয় ওয়েব সিরিজ। সোমবার ভার্চুয়াল এক প্রেস কনফারেন্সে খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, লেডিস অ্যান্ড জেন্টলমেন’র শিল্পী ও কলাকুশলী এবং জিফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দের উপস্থিতিতে এর ট্রেলার উন্মোচন করা হয়।

অনুষ্ঠানটিতে তাসনিয়া ফারিন, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, পাভেল আরিন, মারিয়া নূর, নুসরাত তিশা ও তানভীর হোসেনসহ ডিওপি অ্যালেক্সি কসোরুকভ উপস্থিত ছিলেন। এসময় তারা এই জিফাইভ অরিজিনালে তাদের কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। 

বাংলাদেশের এক সাধারণ মেয়ের গল্প ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’। সাধারণ মেয়ে থেকে ধীরে ধীরে দেশের সকল কর্মজীবী নারীর কণ্ঠস্বর হয়ে ওঠার গল্প নিয়ে এই ওয়েব সিরিজ। আট পর্বের সিরিজটিতে নারী-পুরুষের সম্পর্কের জটিলতা, সমাজে নারী বিদ্বেষের মতো বিষয়গুলো উঠে এসেছে যা নিশ্চিতভাবে অনুরণিত হবে ১৯০টি দেশের দর্শকের হৃদয়ে।

এসময় জিফাইভ গ্লোবাল-এর চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, বাংলাদেশে অনেক প্রতিভাবান পরিচালক ও শিল্পী রয়েছেন। এখানে রয়েছে মৌলিক এবং নিজস্ব সংস্কৃতির ধারা। ফারুকীর সাথে মিলে বাংলাদেশের একান্ত নিজের গল্পের ওয়েব সিরিজ দর্শকদের সামনে হাজির করতে পেরে আমরা আনন্দিত। ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’র গল্প বর্তমান বিশ্বে প্রাসঙ্গিক সামাজিক ইস্যু নিয়ে আবর্তিত। আমরা নিশ্চিত এই গল্প কেবল বাংলাদেশি দর্শকদের হৃদয়ে নাড়া দেবে না, অন্যান্য দেশের দর্শকদেরও আন্দোলিত করবে।

‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’ নিয়ে ফারুকী বলেন, লেডিস অ্যান্ড জেন্টলমেনের মাধ্যমে ওয়েব সিরিজে আমার যাত্রা শুরু, তাও জিফাইভ গ্লোবালের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে। এই অংশীদারিত্বের সুযোগে আমি আনন্দিত। ওয়েব সিরিজটি নির্মাণে আমরা যথেষ্ট পরিশ্রম করেছি। এর চিত্রগ্রাহক অ্যালেক্সি কসোরুকভ আন্তর্জাতিকভাবে সমাদৃত। তার মেধাদীপ্ত কাজ লেডিস অ্যান্ড জেন্টলমেনকে আরও উপভোগ্য করে তুলবে। এই ওয়েব সিরিজের গল্প দর্শকদের মধ্যে একটি সামাজিক ইস্যু নিয়ে সাড়া ফেলবে বলে আমাদের বিশ্বাস।

আগামী ৯ জুলাই ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’ মুক্তি পাবে জিফাইভ গ্লোবাল প্ল্যাটফর্মে। বাংলাদেশি দর্শকরা ওয়েব সিরিজটি বিনামূল্যে উপভোগ করতে পারবেন।
গুগল প্লে­স্টোর অথবা আইওএস অ্যাপ স্টোর থেকে গ্রাহকরা জিফাইভ অ্যাপ ডাউনলোড করতে পারবেন। www.ZEE5.com ওয়েবসাইটটির মাধ্যমেও উপভোগ করা যাবে জিফাইভ। সামস্যাং স্মার্ট টিভি, অ্যাপল টিভি, অ্যান্ড্রয়েড টিভি ও অ্যামাজন ফায়ার টিভিতেও রয়েছে অ্যাপটি। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর