‘আগুন’ শিরোনামে নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আরমান আলিফ। ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৫ জুলাই লেজার ভিশনের ব্যানারে প্রকাশ হবে গানটি। এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি লেখা-সুরও তার। সংগীতায়োজন করেছেন সজীব।
‘আগুন’ প্রসঙ্গে আরমান আলিফ গণমাধ্যমকে বলেন, গানটি গাইতে গিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। গান তৈরি করা থেকে ভিডিও নির্মাণসহ এর মুক্তি পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানের যে পরামর্শ, উৎসাহ আর আয়োজন দেখেছি— সেটা একজন জুনিয়র শিল্পী হিসেবে সত্যিই আরামদায়ক।
তিনি আরও বলেন, ‘আগুন’ গানটি মেলোডি রক। সংগীতায়োজন ছাড়া গানটির সবই আমার নিজের করা। সময় নিয়ে নিজের মতো করে করেছি। কথার সঙ্গে মানিয়ে ভিডিও করা হয়েছে। আমার বিশ্বাস, গানটি শ্রোতা-দর্শকদের অন্য রকমের স্বাদ দেবে।
গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন গীতিকার, সুরকার ও নাট্য নির্মাতা জিয়াউদ্দিন আলম। এতে আরমান আলিফের সঙ্গে মডেল হয়েছেন অনিন্দিতা মিমি। উল্লেখ্য, আরমান আলিফ ২০১৮ সালে ‘অপরাধী’ শিরোনামে গান গেয়ে রাতারাতি আলোচনায় আসেন।
বিডি-প্রতিদিন/শফিক