পাকিস্তানের লাহোরে নিজ বাসা থেকে এক মডেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে রবিবার এ খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। ওই মডেলের নাম নায়েব নাদিম।
প্রাথমিক তথ্য বিবরণীর বরাতে জানা গেছে, ২৯ বছর বয়সী নায়েব নাদিমকে তার বাড়িতে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তার বাথরুমের জানালা ভাঙা ছিল।
বোনকে হত্যার ঘটনায় মামলা করেছে নায়েব নাদিমের দুই সৎ ভাই।
স্থানীয় পুলিশ কর্মকর্তা নায়ের নিসার বলেছেন, ওই মডেলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলা ধারনা করা হচ্ছে। বিস্তারিত ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর বলা যাবে।
অভিযোগপত্রে নায়েব নাদিমের ভাই মোহাম্মদ আলী বলেছেন, ৯ জুলাই মধ্যরাতে বোনের বাসায় গিয়ে তার মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার গায়ে পোশাক ছিল না। গলায় আঘাতের চিহ্ন ছিল। তিনি বোনের হত্যাকারীর বিচার দাবি করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা