চিত্রনায়িকা পরীমণির পর আটক হয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে আলোচিত এই দু’জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে মুখোমুখি করা হতে পারে বলে জানা গেছে।
ডিবির একটি সূত্রে জানা যায়, পরীমণি ও চয়নিকা চৌধুরীকে ডিবি কার্যালয়ে মুখোমুখি করে বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তাদের বিরুদ্ধে যোগসাজশ করে বিভিন্ন সময়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে। সেগুলো তদন্তে আলোচিত নির্মাতা ও নায়িকাকে মুখোমুখি করতে পারে ডিবি।
শুক্রবার সন্ধ্যার দিকে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বাসায় ফেরার পথে রাজধানীর পান্থপথ এলাকা থেকে আটক করা হয় চয়নিকা চৌধুরীকে। এসময় তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
চয়নিকা চৌধুরীকে আটকের পর সন্ধ্যা ৭টার দিকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর রাতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে পরীমণির বাসায় প্রায় চার ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করে র্যাব। এসময় তার বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের মামলা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার তদন্তের স্বার্থে ডিবি যে কাউকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর ডিবির (উত্তর) যুগ্ম-কমিশনার হারুন-অর-রশিদ।
বিডি প্রতিদিন/আরাফাত