১৯ সেপ্টেম্বর, ২০২১ ১০:২০

তাহসান-মিথিলার সেই লাইভে কত অর্থ ব্যয় করেছিল ইভ্যালি

অনলাইন ডেস্ক

 তাহসান-মিথিলার সেই লাইভে কত অর্থ ব্যয় করেছিল ইভ্যালি

বিচ্ছেদের পর সেভাবে আর একসাথে দেখা যায়নি আলোচিত দম্পতি তাহসান ও মিথিলাকে। কিন্তু ফেসবুকে তাদের স্ট্যাটাস ঘিরে গুঞ্জন শুরু হয় চলতি বছরের মে মাসে। মধ্যরাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঝড় তোলেন তাহসান। জনপ্রিয় এ গায়ক ও অভিনেতা তার ভেরিফায়েড পেজে লেখেন, এই শনিবার রাতে তোমার জন্য একটি সারপ্রাইজ রয়েছে।

মিথিলা লিখেছিলেন, রিয়েলি! সারপ্রাইজের অপেক্ষায় রইলাম।’

পরে দেখা গেছে তারা একসঙ্গে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ফেসবুক লাইভ শোতে হাজির হয়েছেন। কেউ কেউ বলছে, গত ১৫ মে রাত ৯টায় ওই অনুষ্ঠান করতে অর্ধকোটি টাকার বেশি খরচ হয় ইভ্যালির। ইভ্যালির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) আরিফ আর হোসেন ওই অনুষ্ঠানের আয়োজন করেন।

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন এখন গ্রাহকের করা প্রতারণার মামলায় কারাগারে। ওই মামলার পর মিথিলা ও তাহসান জানিয়েছেন, তারা আর ইভ্যালির সঙ্গে নেই। 

ইভ্যালির আয়োজিত তাহসান-মিথিলার সেই লাইভ : 

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর