বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান প্রমোদতরীতে আয়োজিত মাদক পার্টিতে যোগ দিয়ে গ্রেফতার হয়েছেন। বর্তমানে তিনি রিমান্ডে। আরিয়ানের খবর পাওয়ার পরপরই সালমান খান শাহরুখের বাসভবন মান্নাতে যান। এরপর আরও অনেক তারকাকেই মান্নাতে যেতে দেখা গেছে। তবে মান্নাতে ভিড় না করতে অনুরোধ করেছেন কিং খানের জনসংযোগ কর্মীরা।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, কিং খানের জনসংযোগ কর্মীরা বলিউড তারকাদের অনুরোধ করেছেন, তারা যেন মান্নাতে ভিড় না জমান। কারণ হিসেবে জানানো হয়েছে, বাড়ির বাইরে সাংবাদিক ও চিত্রগ্রাহকরা ডেরা বেঁধেছেন। তারকারা বাড়িতে ঢুকলে বিভিন্ন অসুবিধার সৃষ্টি হতে পারে।
বলিউড ইন্ডাস্ট্রির শিল্পীদের মাদকাসক্তি নতুন নয়। বাস্তবের এসব কাহিনী নিয়ে খোদ বলিউডেই সিনেমা হয়েছে। বলিডের বড় বড় তারকা ও তারকাদের সন্তানদের মাদকাসক্তি নিয়ে অনেক খবরও বেরিয়েছে। কেউ কেউ গ্রেফতারও হয়েছেন, ক্যারিয়ারের ঝলমলে পথ থেকে ছিটকে গেছেন। আরিয়ান সেই তালিকায় নতুন সংযোজন। খবর বেরিয়েছে, গত কয়েক বছর ধরেই তিনি নিয়মিত মাদক নিচ্ছেন।
বিডি প্রতিদিন/ফারজানা