এই মুহূর্তে বলিপাড়ার সবচেয়ে চর্চিত বিষয়ের নাম শাহরুখ-পুত্র আরিয়ান খান।
বৃহস্পতিবার মাদক মামলায় আরিয়ান-সহ বাকি সকল অভিযুক্তের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত মঞ্জুর করেছে মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত।
ওই দিনই আরিয়ানকে এক খোলা চিঠি লিখেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন।
নিজের ইনস্টাগ্রাম ওয়ালে এই চিঠি পোস্ট করার পরপরই তা ভাইরাল হয়েছে। চিঠিতে নানা উপদেশ দেওয়ার পাশাপাশি আরিয়ানকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন হৃতিক। এবার হৃতিকের ওই চিঠি মনে ধরেছে আরিয়ানের বোন সুহানার।
যদিও ওই চিঠির পোস্টের কমেন্ট বক্সে পাল্টা কিছু লেখেননি শাহরুখ-কন্যা। তবে ‘কৃশ’ অভিনেতার পোস্টে ‘লাইক’ দিয়েছেন তিনি।
সুহানা ছাড়াও হৃতিকের এই পোস্ট মনে ধরেছে অর্জুন কাপুর, মালাইকা অরোরা, তাপসী পান্নু, টাইগার শ্রফ, দিয়া মির্জা, আয়ুষ্মান খুরানার মতো তাবড় সব বলি-ব্যক্তিত্বদের। নেটিজেনদের চোখে পড়েছে চিঠিতে হৃতিকের বক্তব্যকে সমর্থন জানিয়ে কমেন্ট বক্সে আলিয়া ভাটের ‘লাভ’ ইমোজি দেওয়া এবং অভিনেতার প্রাক্তন স্ত্রী সুজানের লেখা ‘একেবারে সত্যি’ বলা কমেন্ট।
প্রসঙ্গত, শাহরুখ-পুত্রের উদ্দেশে সেই চিঠিতে হৃতিক লিখেছেন, “জীবনের পথ চলা একটু অদ্ভুত। তবে এর অনিশ্চয়তার মধ্যেই লুকিয়ে আছে বিশেষত্ব। যারা সবচেয়ে কঠিন, সৃষ্টিকর্তা তাদের দিকেই সব থেকে শক্ত চ্যালেঞ্জটা ছুঁড়ে দেয়। এইসব হট্টগোলের মধ্যেও তোমার নিজেকে সামলাতে হবে। জানি তুমি এখন ভয় পাচ্ছ, তোমার রাগ হচ্ছে, অসহায় লাগছে!”
এখানেই না থেমে তিনি আরও লিখেছেন, “ভুল-ভ্রান্তি, জয়, বিপর্যয়, সাফল্য— এসব তো থাকবেই। কিন্তু তোমাকে জানতে হবে কোনটা তুমি গ্রহণ করবে নিজের জীবনে। আর কোনটাকে ছেড়ে আসবে। নিজেকে শান্ত রাখো। সব ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো… আলোর উপরে ভরসা রাখো। সেই আলো তোমার ভিতরেই আছে। সব সময় আছে।”
বিডি প্রতিদিন/কালাম