সাবেক স্ত্রী চিত্রনায়িকা সিমলার সঙ্গে ডিভোর্সের পর বিমান ছিনতাইয়ের চেষ্টা করে আলোচনায় আসেন পলাশ। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ে চেষ্টা করলে কমান্ডো অপারেশনে নিহত হন পলাশ। এবার সেই কাহিনী অবলম্বনে সিনেমা নির্মাণ করা হচ্ছে। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে নায়িকা ইয়ামিন হক ববিকে। ছবির নাম ‘ময়ূরপঙ্খী’।
ববি জানান, ‘ছবিতে আমার চরিত্রটি কেমন হবে সেটা এখনই বলছি না। এ বিষয়ে জানানোর সময় এখনও আসেনি। সময় হলে ভালো করেই সব জানাব। এ সপ্তাহে ছবিটির অফিসিয়াল ফটোশুট করবো।’
এছাড়া বর্তমান ব্যস্ততা নিয়ে ববি জানান, ‘আরও একটি ছবিতে অভিনয় কথাবার্তা সম্পন্ন হয়েছে। এটি অন্যতম বিগ বাজেটের ছবি হতে যাচ্ছে।’
এদিকে, নির্মাতা রাশিদ পলাশ ব্যস্ত আছেন ‘প্রীতিলতা’ সিনেমার দৃশ্যধারণ নিয়ে। প্রীতিলতার শুটিং শেষ করেই ময়ূরপঙ্খী সিনেমার কাজ শুরু করবেন। সিনেমাটি প্রযোজনা করছেন আজ ইন্টারন্যাশনাল লিমিটেড।
বিডি প্রতিদিন/ফারজানা