বলিউডের মহাতারকা সালমান খানের প্রথম নায়িকা ভাগ্যশ্রী। ছবির নাম ‘ম্যায়নে পেয়ার কিয়া।’ সালমানও ভাগ্যশ্রীর প্রথম নায়ক। তারা একসঙ্গেই ক্যারিয়ার শুরু করেছিলেন। কিন্তু নানা কারণে সালমানের মতো সফল হতে পারেননি ভাগ্যশ্রী।
সম্প্রতি দুইজনকেই ফের একসঙ্গে দেখা গেছে আলোচিত রিয়েলিটি শো বিগ বসের পর্দায়। সালমান বিগ বসের সঞ্চালক। সেখানেই অতিথি হিসেবে হাজির হয়েছেন ভাগ্যশ্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে ভাগ্যশ্রী তার সহ-অভিনেতা সালমানের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে লিখেছেন, ‘কিছু লোক, কিছু কথা, কিছু কাহিনী কখনো বদলায় না। সারাজীবনের বন্ধুত্ব...।’
দর্শকদের ধন্যবাদ জানিয়ে, ভাগ্যশ্রী বলেছেন, ‘এত বছর পরও প্রেম ও সুমনকে (ম্যায়নে পেয়ার কিয়া ছবিতে সালমান ও ভাগ্যশ্রীর চরিত্র) হৃদয়ে ধারণ করার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের কাছে চিরঋণী। আপনাদের সবাইকে ভালোবাসি।’
বিডি প্রতিদিন/ফারজানা