প্রায় এক বছর বাজেয়াপ্ত থাকার পর মাদক মামলা সংক্রান্ত (এনডিপিএস) আদালতের অনুমতিতে নিজের ব্যাংক একাউন্ট ফিরে পেয়েছেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অর্থাৎ ব্যাংক একাউন্ট থেকে ফের আর্থিক লেনদেন করতে পারবেন তিনি।
এছাড়াও ল্যাপটপ এবং ফোনের দখলও ফিরে পেলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংয়ের বান্ধবী রিয়া।
২০২০ সালের ১৪ জুন মারা যান বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার পর থেকেই তার মৃত্যু তদন্ত নিয়ে তোলপাড় গোটা ভারত। কাঠগড়ায় তোলা হয় সুশান্তের প্রেমিকা রিয়াকে। সুশান্তকে মাদক সরবরাহ করার অভিযোগে এক মাসের হাজতবাসও হয় তার। রিয়া জামিন পেয়েছেন গত বছর অক্টোবর মাসে।
স্পেশাল পাবলিক প্রসিকিউটার অতুল সারপান্ডে জানিয়েছেন, সুশান্ত-মামলায় তদন্তকারী কর্মকর্তা ইতোমধ্যেই রিয়াকে তার জিনিসপত্র নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
তবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রতিনিধি আইনজীবী অতুলের যুক্তি, যেহেতু মাদক-মামলার তদন্ত এখনও শেষ হয়নি, তাই এই মুহূর্তে বাজয়াপ্ত করা একাউন্টগুলি ছেড়ে দিলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও আদালতের রায়ে শেষ পর্যন্ত রিয়ার পক্ষেই দাঁড়ায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন