দর্শকদের তেমনই এক গল্প দেখাতে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘লাভ মেকস ইউ ক্রাই’- বাংলায়। হৃদয় ছোঁয়া এক ভালোবাসার গল্প নিয়ে নির্মিত সিরিজটি বাংলায় রিলিজ পাচ্ছে ‘আকাশ জুড়ে মেঘ’ নামে।
আগামীকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) থেকে বঙ্গতে দর্শকরা বাংলায় জনপ্রিয় এ সিরিজটি উপভোগ করতে পারবেন। আকাশ জুড়ে মেঘ -এ আদা ও ইউসুফের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি হাফসা নূর সানকাক্তুতান ও ডেনিজ কান আকতাস।
সিরিজের কাহিনিটি সাজানো হয়েছে নিভৃত এক পল্লীতে থাকা আদা মারিয়াম ভার্লি নামে মা হারা উনিশ বছরের এক তরুণীর জীবন সংগ্রাম ও ভালোবাসার গল্প নিয়ে। ভাগ্যের নির্মম পরিহাসে লোভী মামার অত্যাচারে নিতান্ত অসহায় হয়ে যখন তিনি বিয়ে করতে বাধ্য হচ্ছিল; তখনই তার জীবনে রক্ষাকর্তা হয়ে আসে আরেক মা বাবা হারা সন্তান ইউসুফ। কীভাবে তারা গ্রাম ছেড়ে চলে আসেন ইস্তাম্বুল। তাদের ভালোবাসা কি রূপ পায় সফল পরিণয়ে? জানতে হলে দেখতে ভুলবেন না “আকাশ জুড়ে মেঘ” ১ ফেব্রুয়ারি, মঙ্গলবার- বঙ্গতে।
‘আকাশ জুড়ে মেঘ’ সম্পর্কে বঙ্গ’র সিনিয়র ম্যানেজার, (কন্টেন্ট ও পাবলিশিং), খালেদ সজীব বলেন, “বঙ্গতে টার্কিশ সিরিজ ভক্তরা ইতোমধ্যে- জান্নাত, সহস্র এক রজনী,দেখেছেন। এবার আমরা এনেছি ‘লাভ মেকস ইউ ক্রাই’। বাংলায় সুস্থ সুন্দর বিনোদন সবার কাছে পৌঁছে দিতে সামনে এমন আরও অনেক নতুন কনটেন্ট নিয়ে আসবে বঙ্গ।”
জনপ্রিয় সব আন্তর্জাতিক কন্টেন্ট বাংলায় পেতে চাইলে আজই, গুগল প্লে স্টোর বা আইওএস স্টোর থেকে বঙ্গ অ্যাপটি ডাউনলোড করে নিন অথবা ভিজিট করুন: www.bongobd.com।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ