জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’র সম্প্রচার বন্ধ হচ্ছে। আগামী ৭ ফেব্রুয়ারি শেষ শ্যুট। সম্ভবত শেষ সম্প্রচার ১৩ ফেব্রুয়ারি। কিছু দিন আগেই ১,৫০০ পর্ব পেরিয়েছে ধারাবাহিকটি।
‘শ্রী রামকৃষ্ণ দেব’ চরিত্রের অভিনেতা সৌরভ সাহা জানিয়েছেন, ‘চ্যানেল কর্তৃপক্ষ এ ভাবেও ধারাবাহিকটি শেষ করে দিতে চাননি। তার পরেও শেষ হয়ে যাচ্ছে।’
মা সারদা চরিত্রটিকে রূপদানকারী সন্দীপ্তা সেন জানান, ‘আর একটু সময় পেলে মা-কে আরও মেলে ধরার সুযোগ পেতাম। অল্প সময়ে এত ভালবাসা পেলাম যে এখন ছেড়ে যেতে মন কাঁদছে।’
সূত্র : আনন্দবাজার