কানাডিয়ান-আমেরিকান অভিনেত্রী ও মডেল পামেলা আন্ডারসনের জীবনী নিয়ে নির্মাণ করা হয়েছে ৮ পর্বের সিরিজ। প্রথম স্বামী টমি লির সঙ্গে পামেলার একটি টেপ ইন্টারনেটে ফাঁস হয়েছিল। আলোচিত সেই ঘটনাও তুলে ধরা হয়েছে সিরিজে।
মাত্র চার দিনের ডেটিং শেষে মেক্সিকোর সমুদ্রসৈকতে ১৯৯৫ সালে টমি লিকে বিয়ে করেছিলেন আলোচিত প্লেবয় মডেল পামেলা। টমি ও পামেলার ব্রান্ডন (২২) ও ডিলান (২২) নামে দুই সন্তান আছে। তাদের ছাড়াছাড়ি হয়ে যায় ১৯৯৮ সালে।
ডিজনি প্লাসের আট পর্বের সিরিজটিতে পামেলা চরিত্রে অভিনয় করেছেন লিলি জেমস। ‘পাম অ্যান্ড টমি’ নামের সেই সিরিজে বহু খোলামেলা দৃশ্য রয়েছে। এরইমধ্যে অফিসিয়াল ট্রেলার সামনে এসেছে। লিলি জানিয়েছেন, ‘আমাদের মনে হয়েছে চিত্রনাট্যের খাতিরে সিরিজে যৌন দৃশ্যের প্রয়োজন। পামেলা ও টমির সম্পর্ক ও তাদের মধ্যে কী ঘটেছিল সেটা দেখানোর জন্য দৃশ্যগুলো ধারণ করা হয়েছে।’
সূত্র : ডেইলি মেইল
বিডি প্রতিদিন/ফারজানা