২০১২ সালে ‘ইশাকজাদে’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অর্জুন কাপুরের। বর্তমানে তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা। তবে তার সাফল্য দেখে যেতে পারেননি মা মোনা সুরি। ২০১২ সালে ক্যান্সারে ভুগে মারা যান তিনি। ১০ বছর পার হয়ে গেলেও এখনো মায়ের চলে যাওয়ার দুঃখ ভুলতে পারেননি অর্জুন। তিনি মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, জীবন তার কাছে অর্থহীন ও অপ্রয়োজনীয় মনে হয়। খুব দ্রুত মায়ের সঙ্গে দেখা করতে চান তিনি।
অর্জুন লিখেছেন, ‘মা তোমার সঙ্গে দেখা করার জন্য আর ধৈর্য ধরে রাখতে পারছি না। তুমি আমাকে আদর করবে, তোমার কথা শুনবো, আরও একবার তোমার হাসি দেখবো। খুব দ্রুত তোমার সঙ্গে দেখা হবে। ১০ বছর হয়ে গেল তোমাকে দেখিনি। তোমাকে ছাড়া জীবনের সবকিছুই অর্থহীন ও অপ্রয়োজনীয় মনে হয়। সাফল্য, ব্যর্থতা, ভালো মন্দ সবকিছুই মনে করিয়ে দেয় তুমি পাশে নেই। জীবন বড় নির্মম, নির্দয়।’
মোনাকে ছেড়ে বনি কাপুর যখন অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে সংসার পেতেছিলেন তখন অর্জুন ও তার বোন অংশুলা খুবই ছোট। সন্তানদের একাই মানুষ করেছেন মোনা। সে বিষয়েই ইঙ্গিত করে অর্জুন আরও লিখেছেন, ‘তুমি খুব দ্রুত চলে গেলে, তোমার কষ্ট যে সার্থক হয়েছে তাও দেখে যেতে পারলে না। সবাই বলে আমি হাসি না। কিন্তু আমার হাসি তো ১০ বছর আগে আমাকে ছেড়ে চলে গেছে। তোমাকে ছাড়া আমি কী সেটা আমি নিজেও জানি না। তুমি চলে যাওয়ায় সবকিছু উলটপালট হয়ে গেছে। তোমাকে ছাড়া আমার কোনো কিছুই আর স্বাভাবিক নেই। আজকের দিনটা জঘন্য, কাল সেটা আরও ভালো কিংবা খারাপ হতে পারে, কিন্তু তোমাকে ছাড়া এতকিছু সামাল দেবো কেমন করে। সবের সঙ্গে এখন একাই লড়তে হবে। আশা করি, তুমি ওপর থেকে সবকিছু দেখছো এবং তোমার বীরপুরুষ অর্জুনকে নিয়ে তুমি গর্বিত।’
বিডি প্রতিদিন/ফারজানা