৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর বসেছিল রবিবার রাতে হলিউডের ডলবি থিয়েটারে। গত বছর মহামারী করোনাভাইরাসের কারণে অস্কারের লালগালিচায় নানা বিধিনিষেধ ছিল। তবে সংক্রমণ কমে যাওয়ায় অনেকটা স্বাভাবিক আবহে আয়োজন করা হয় এবারের অস্কার। এবার অস্কারে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন সেরা অভিনেতার পুরস্কার পাওয়া উইল স্মিথ। স্ত্রীকে নিয়ে রসিকতা করায় মার্কিন কমেডিয়ান ক্রিস রককে চড় মেরেছেন তিনি। পরে মঞ্চে পুরস্কার নিতে গিয়ে কান্না করেছেন, অ্যাকাডেমির কাছে ক্ষমাও চেয়েছেন। অস্কারের লালগালিচাও মাতিয়েছেন তিনি।
উইল স্মিথ
সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া জেসিকা চ্যাস্টেইন ও এমিলি জোন্স (ডানে)
জেন্দায়া ও র্যাচেল জেগলার (ডানে)