সামাজিক গল্পের নতুন নাটক ‘স্বভাবে অভাব’। প্রচার হবে আগামীকাল বৃহস্পতিবার রাত ১০টায় বৈশাখী টেলিভিশনে। বিআরবি নিবেদিত টিপু আলম মিলনের গল্পে নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন।
নাটকের লেখক টিপু আলম মিলন বলেন, নাটকের মূল বিষয়বস্তু মানুষের স্বভাব। স্বভাবগত কারণেই অনেকে অনেক জটিলতার সৃষ্টি করে, সমাজে ক্ষতিকর প্রভাব ফেলে। স্বভাব বদলানো খুব জরুরি।
নাটকটিতে অভিনয় করেছেন আকাশ রঞ্জন, সানজিদা পিন্টু, মম মোরশেদ, পপি, জারামনি, তানবীর, অমল রায়, জামাই বাবু প্রমুখ। সংগীতে ছিলেন মকসুদ জামিল মিন্টু।
বিডি প্রতিদিন/ফারজানা