বাংলাদেশ টেলিভিশনের চলচ্চিত্র বিষয়ক ছায়াছবির গান নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান ছায়াছন্দে এবার উপস্থাপনায় থাকছেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী ও সংগীত পরিচালক এইচ এম রানা।
রানা বলেন। ছায়াছন্দ অনুষ্ঠানটি দীর্ঘ চার দশক ধরে তার জনপ্রিয়তা ধরে রেখে আজও দর্শক শ্রোতার হৃদয়ে ভালোলাগার একটি আসন দখল করে আছে। সেই ছোটবেলা থেকে পরিবারের সবাইকে নিয়ে এই অনুষ্ঠান দেখে আমি ও আমরা অনেকেই বড় হয়েছি, এই অনুষ্ঠান নিয়ে রয়েছে শৈশবের কতোইনা মধুর সব স্মৃতিকথন। এমন একটি অনুষ্ঠান উপস্থাপনার জন্য বিটিভি কর্তৃপক্ষ আমাকে যে সুযোগ আর সম্মান দিয়েছেন তাতে আমি ভীষন আপ্লুত ও অনুপ্রাণিত। ইতোমধ্যে বিটিভির নিজস্ব অডিটরিয়ামের বিশাল এক সেটে এর রেকডিং ও শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, এইচ এম রানার গ্রন্থনা ও উপস্থাপনায় এবং সৈয়দা ফারহানা হাসানের প্রযোজনায় ছায়াছন্দ অনুষ্ঠানটি বিটিভির ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের তৃতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ