ঈদ উপলক্ষে দুটি গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন ক্লোজআপওয়ানখ্যাত কণ্ঠশিল্পী আরিফ। এর মধ্যে একটি গান একক এবং আরেকটি দ্বৈত গান। আরিফের একক গান ‘সার্ভিস বাস’ গানটি মুক্তি পেয়েছে আরিফের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে। অন্যদিকে আরিফ ও প্রমির নতুন দ্বৈত মৌলিক গানের মিউজিক ভিডিও ‘তুমি কাঁদো কেনো’ মুক্তি পাচ্ছে চাঁদ রাতে।
দুটি গানই লিখেছেন প্রিন্সিপাল তানভীর আলম রিমন, সুর করেছেন আরিফ এবং মিউজিক করেছেন যাকির আহমেদ এবং আরিফ সম্মিলিতভাবে।
নতুন গান প্রসঙ্গে আরিফ বলেন, এখন থেকে নিজের চ্যানেলেই নিয়মিত গান করবো। ঈদের জন্য এই দুটি গান একেবারে দুই রকমের। আশা করছি শ্রোতারা ভিন্ন স্বাদ খুঁজে পাবেন।
বিডি প্রতিদিন/ফারজানা