কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের প্রথম জানাজা বিএফডিসিতে সম্পন্ন হয়েছে। সোমবার বাদ জোহর বিএফডিসির প্রশাসনিক ভবনের সামনে ফুল দিয়ে বিভিন্ন সংগঠনরা শ্রদ্ধা জানান গুণী এই গীতিকারকে।
অসংখ্য কালজীয় গানের এই স্রষ্টাকে এ সময় শ্রদ্ধা জানান-রোজিনা, অরুনা বিশ্বাস, ওমর সানী, সাইমন সাদিক, ইলিয়াস কাঞ্চন ও নিপুণ। এছাড়া পরিচালক সমিতি, বাংলাদেশ ফিল্ম ক্লাব, এফডিসি প্রশাসন, বাঙালি সাংস্কৃতিক বন্ধন, চলচ্চিত্র পরিষদ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতির সদস্যরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, গাজী ভাইয়ের মধ্যে সব সময় একটা ম্যাজিক্যাল ব্যাপার ছিল। পরিস্থিতি বুঝে মাত্র ৫ মিনিটে গান লিখে দিতে পারতেন তিনি। আর সেসব গান জনপ্রিয় হতো। আমরা তারমত গুণী মানুষ আর পাব না।
সংগীতশিল্পী এসডি রুবেল বলেন, তার পুরোনো গানগুলো যেন বেশি নতুন। যুগের নিয়ম অনুযায়ী আরও অনেক হয়তো গান লেখা হবে। কিন্তু গাজী মাজহারুল আনোয়ার একজনই। যিনি আর কখনোই আমাদের মাঝে ফিরে আসবে না।
এর আগে রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ৭৯ বছর বয়সে মৃত্যু হয় গাজী মাজহারুল আনোয়ারের।
বিডি প্রতিদিন/আরাফাত