ধারাবাহিক তথ্যচিত্র ‘আওয়ার গ্রেট ন্যাশনাল পার্ক’- এ কণ্ঠ দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই কাজের স্বীকৃতি হিসেবে এ্যামি অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। ওবামা পুরস্কার পেয়েছেন এ্যামির ‘আউটস্ট্যান্ডিং ন্যারেটর’ বিভাগে।
ওবামার সঙ্গে প্রতিযোগিতায় ছিলেন করিম আব্দুল-জব্বর (ব্ল্যাক প্যাট্রিয়ট), ডেভিড অ্যাটেনবরো (দ্য মেটিং গেম), ডব্লু কামাউ বেলস (উই নিড টু টক অ্যাবাউট কসবি) এবং লুপিতা নিয়োঙ্গ (সেরেঙ্গেটি টু)।
প্রসঙ্গত, এর আগেও বারাক ওবামা মনোনীত হয়েছিলেন এ্যামি পুরস্কারের জন্য। তবে সেবার কথক হিসেবে নয়, একটি টিভি অনুষ্ঠানের জন্য মনোনয়ন পেয়েছিলেন ওবামা। তবে সে সময় পুরস্কার জিততে পারেননি তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা