‘বসন্ত বিকেল’ ছবির টাইটেল গান ‘একটা বসন্ত বিকেল’ প্রকাশিত হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী এস আই টুটুল ও সুধা। কবির বকুলের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রবিন ইসলাম।
আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত সিনেমা ‘বসন্ত বিকেল’। রফিক সিকদার পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র, নবাগত শাহ হুমায়রা সুবাহ ও তানভীর তনু।
২০১৯ সালের নভেম্বর মাসে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘বসন্ত বিকেল’ সিনেমার মহরত।
চিত্রনায়ক শিপন মিত্র বলেন, ‘বসন্ত বিকেল’ আমার স্বপ্নের সিনেমা। এ সিনেমা নিয়ে আমি ভীষণ আশাবাদী। আমার বিশ্বাস সিনেমাটি আমাকে আরও অনেক দূর নিয়ে যাবে।
ছবিটিতে আরও অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সুচরিতা, ববি, শিশু শিল্পী রাইসা ও আনন্দ, শিবা শানু ও ডন।
বিডি প্রতিদিন/ফারজানা