চ্যানেল নাইনে শুরু হচ্ছে দেশ-বিদেশের নাটক, সিনেমা ও গানের খবর নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘বিনোদন সমাচার’। প্রতি সপ্তাহে বিনোদন জগতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার খবরাখবর নিয়ে সাজানো হচ্ছে সাপ্তাহিক এই আয়োজন। এটি উপস্থাপনা করছেন আসিন জাহান।
‘বিনোদন সমাচার’ গ্রন্থনা ও পরিচালনায় রয়েছেন শাহীদ সম্পদ। তিনি জানান, ‘অনুষ্ঠানটি দেশ-বিদেশের সকল সিনেমা, গান ও নাটকের খবর ছাড়াও উঠে আসবে তারকাদের সর্বশেষ আপডেট।’
শাহীদ সম্পদ আরও জানান, ‘বিনোদন সমাচার’ প্রচার হবে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়।
বিডি প্রতিদিন/ফারজানা