ইউটিউবে মুক্তি পেল ইফতেখায়রুল ইসলামের মৌলিক গান ‘প্রেমের অভিধান’। ‘অল্প প্রেমের গল্প শুধু বাড়ছে দিনে দিনে...’ এমন রোমান্টিক লিরিকের গানটি স্বপ্ন নীল মাল্টিমিডিয়া নামের একটি ইউটিউবে চ্যানেলে মুক্তি পেয়েছে।
গানটি নিয়ে ইফতেখায়রুল ইসলাম বলেন, ‘প্রেমের অভিধান’ গানটি আমার গাওয়া সর্বপ্রথম মৌলিক গান। যেটা গেয়েছিলাম প্রায় ৬ বছর আগে। এর মাঝে আমি অনেক গান কাভার করেছি, মৌলিক গানও মুক্তি পেয়েছে কয়েকটি। তবে মাসুদ রানার লেখায় শামীম মাহমুদের সুরের এই গান নিঃসন্দেহে ভাল লাগার ছিল।’
তিনি আরও বলেন, ‘এত বছর পর গানটি রিলিজ পেয়েছে এবং বোদ্ধা ও সাধারণের পজিটিভ ফিডব্যাক পাচ্ছে এটাই ভাল লাগছে। এখানে খামতি যতটুকু তার পুরো দায় আমার কারণ আমি পেশাদার শিল্পী নই।’
উল্লেখ্য, ইফতেখায়রুল ইসলাম বর্তমানে ঢাকা মেট্রোপলিটনের ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত জোনের এডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।