অবশেষে ‘পুষ্পা-২’র সেটে হাজির হয়েছেন নায়ক আল্লু অর্জুন। তাকে কোনো দৃশ্য বোঝাচ্ছেন চিত্রগ্রাহক মিরোসল কুবা ব্রোজেক। সেই ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
গত বছর ‘পুষ্পা: দ্য রাইজ’-এর ব্যাপক সাফল্য ছবিটির দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকের আগ্রহ বাড়িয়ে দিয়েছিল। প্রযোজকেরা আগেই জানিয়েছেন ছবিটির সিকুয়েলটি হবে আরও বড় আয়োজনে। ‘পুষ্পা-২’ নিয়ে নতুন খবর ছবিটির শুটিং করেছেন ‘পুষ্পা’ তথা আল্লু অর্জুন।
চিত্রগ্রাহক মিরোসল কুবা ব্রোজেক সামাজিক মাধ্যমে ছবির শুটিংয়ের একটি ছবি দিয়েছেন। মূলত এই ছবির মাধ্যমে ‘পুষ্পা-২’-এ আল্লু অর্জুনের লুক প্রকাশ্যে আসে।
আল্লু অর্জুনের সঙ্গে ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘অ্যাডভেঞ্চার শুরু’।
জানা গেছে, এর মধ্যে ছবির বেশ কয়েকটি দৃশ্যের শুটিং হয়ে গেছে। তবে গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোর শুটিং হবে নভেম্বরে।
‘পুষ্পা-২’তে আল্লু অর্জুন ছাড়াও থাকবেন প্রথম কিস্তির রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল। এছাড়া থাকবে আরও নতুন কয়েকটি চরিত্র।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন বলেছিলেন, বেশ ফুরফুরে লাগছে। উত্তেজনা টের পাচ্ছি ভেতরে ভেতরে। কারণ, ‘পুষ্পা ২’ আসছে। প্রথম পর্বের পর এক চমকপ্রদ সুযোগ, যেখানে নিজেদের সেরাটুকু দেওয়া যাবে।’
গত বছর মুক্তি পাওয়া ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’ করোনা আবহে সবচেয়ে বেশি আয় করেছিল। তেলুগু ভাষাতেই তৈরি হয়েছিল মূল ছবিটি। তারপর দেশজুড়ে হিন্দি, তামিল, মালয়ালম এবং কন্নড় ভাষায় বিভিন্ন প্রেক্ষাগৃহে বহুদিন ধরে চলেছিল এই সিনেমা।
বিডি প্রতিদিন/এমআই