২৩ মার্চ, ২০২৩ ১৯:২১

নিপুণ অভিনীত ‘মনোলোক’ পুরস্কার পেলো ভারতে

অনলাইন ডেস্ক

নিপুণ অভিনীত ‘মনোলোক’ পুরস্কার পেলো ভারতে

নিপুণ অভিনীত ‘মনোলোক’ পুরস্কার পেলো ভারতে

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয়েও সরব অভিনেত্রী নিপুণ আক্তার। এবার নতুন সাফল্যে আনন্দে ভাসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী। 

তার অভিনীত ‘মনোলোক’ সিনেমাটি ভারতে পুরস্কৃত হয়েছে। সম্প্রতি ‘ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’-এর সপ্তম আসরে পুরস্কার পায় সিনেমাটি। হায়দরাবাদে অনুষ্ঠিত উৎসবে সম্পাদনা বিভাগে সেরার পুরস্কার জিতেছে ‘মনোলোক’।

ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে ৯টি ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশের অফিসিয়াল সিলেকশন পাওয়া ৯৪টি ছবির মধ্যে প্রতিযোগিতায় বেস্ট এডিটিং অ্যাওয়ার্ড অর্জন করেছে সিনেমাটি।

বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়ে নিপুণ বলেন, ‘এটা সত্যি আনন্দিত হওয়ার মতো খবর। সিনেমাটি এখনো দেশে মুক্তি পায়নি। এর কোনো লুকও প্রকাশ হয়নি এতদিন। বেশকিছু দেশের উৎসবে এটি অংশ নিচ্ছে। বিদেশের মাটিতে স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে সিনেমাটি আলোচনায় এসেছে। সবাই এর সম্পর্কে জানতে পারছে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি এ সাফল্যে সিনেমার এডিটর অমিত দেবনাথকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে এ সিনেমার পরিচালক, প্রযোজকসহ পুরো টিমকে অভিনন্দন জানাই। দেশে মুক্তির আগেই সিনেমাটি পুরস্কার পেয়েছে। আশা করি, দেশেও প্রশংসা পাবে।’

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, স্বাধীনতা উত্তর রাজনৈতিক ঘটনাপ্রবাহ, স্বাধীনতার পক্ষ-বিপক্ষ, বিরাজমান মতবিরোধ এবং রাজনৈতিক জীবনে যেসব নেতা এর প্রতিফলন ঘটিয়েছিলেন, তাদের অবচেতন মনের চেতনা ও দর্শন বাস্তবে দাঁড় করানোর সিনেমা মনোলোক। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিপুণ।

সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিপুণ, ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, সমু চৌধুরী, এমএ বারী, একে আজাদ সেতু, সঙ্গীতা চৌধুরী, নেয়াজ তারেক মাসুদ মহিউদ্দিন, আশরাফুল আশীষ, আরিয়ান।

পরিচালক জানান, সেন্সর বোর্ডে জমা পড়েছে মনোলোক। মুক্তির অনুমতি পেলে রোজার ঈদের পর এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন তিনি। সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয় ২০২১ সালের নভেম্বরে। হাফিজ আলম বকশের প্রযোজনায় এটি নির্মাণ করেছেন শহীদ রায়হান।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর