প্রকাশ্যে এলো হৃতিক-দীপিকার ফাইটার সিনেমার মোশন পোস্টার। ইনস্টাগ্রামে দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন ও অনিল কাপুর ফাইটার সিনেমার প্রথম মোশন পোস্টারটি শেয়ার করেছেন। এতে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশপ্রেমের অনুভূতি প্রকাশ করা হয়।
এদিকে হৃতিক ও দীপিকার পাশাপাশি অনিল কাপুরও প্রথমবারের মতো দুজনের সঙ্গে যোগ দিচ্ছেন একই সিনেমায়। তাই বলাই যায়, ফাইটার-এর মোশন পোস্টার দেশটির স্বাধীনতা দিবসে একটি মেগা উদযাপন।
‘ফাইটার’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। পোস্টারটি শেয়ার করে দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের গৌরবময় দেশের জন্য স্যালুট। ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের মুহূর্তে ফাইটার আসছে সিনেমা হলে। ২০২৪ সালের ২৫ জানুয়ারি।’
বিডি প্রতিদিন/হিমেল