১৮ আগস্ট, ২০২৩ ১৮:০৬

ফের উরফি জাভেদকে প্রাণনাশের হুমকি

অনলাইন ডেস্ক

ফের উরফি জাভেদকে প্রাণনাশের হুমকি

ফাইল ছবি

বলিউডের বিতর্কিত ফ্যাশন মডেল উরফি জাভেদ। তিনি ভিন্ন ভিন্ন পোশাকের কারণে সবসময়ই আলোচনায় থাকেন। তবে এ নিয়ে বারবার বিতর্কেও জড়িয়েছেন তিনি- এ কারণে খুন, ধর্ষণের হুমকিও পেয়েছেন। বুধবার আবারও তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

নিজের টুইটারে এক পোস্ট করে উরফি জানান, তাকে আবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। যেখানে লেখা হয়েছে, ভারতীয় সংস্কৃতিকে দূষিত করার জন্য আপনাকে মেরে ফেলা হবে। মেইলটি করার সময় সাবজেক্ট হিসাবে লেখা হয়েছিল- খুব শিগগির তোকে গুলি মেরে দেওয়া হবে। 

ওই ব্যক্তি আরও লেখেন, দেশে তিনি যে পরিমাণ নোংরামি শুরু করেছেন, সেই কারণেই তাকে মেরে ফেলা উচিত। টুইটে এ হুমকির মেইল পোস্ট করে উরফি লেখেন, আমার জীবনের প্রতি দিনের ঘটনা। তবে এ ঘটনা প্রকাশ্যে আসা মাত্রই উরফির অনুরাগী বেশ বিরক্ত। সূত্র : ফিল্মিবিট।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর