এক বছরের বিরতির পর ‘সিতারে জমিন পার’ সিনেমা নিয়ে ফেরার ঘোষণা দিলেন মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান। নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন আমির খান নিজেই।
এ আলাপচারিতায় আমির খান বলেন, এ বিষয়ে পাবলিকলি কথা বলিনি। এখনো বেশি কিছু বলতে পারব না। কিন্তু এটা বলতে পারি, সিনেমাটির নাম ‘সিতারে জমিন পার’। অবশ্যই মনে আছে ‘তারে জমিন পার’ সিনেমার কথা। আর এই সিনেমার নাম ‘সিতারে জমিন পার’। কারণ আমরা একই থিম নিয়ে ১০ ধাপ এগিয়ে যাচ্ছি। ‘তারে জমিন পার’ ছিল একটি আবেগঘন সিনেমা। আর এই সিনেমা আপনাকে হাসাবে, কাঁদাবে, বিনোদন দেবে।
এ সিনেমায় ৫৮ বছর বয়সী আমির খানের বিপরীতে কোন নায়িকা অভিনয় করবেন তা জানাননি। তবে গুঞ্জন উড়ছে, ২২ বছরের ছোট বলিউড অভিনেত্রী জেনেলিয়া ডিসুজার সঙ্গে সিনেমাটিতে রোমান্স করতে আমির খান।
সিয়াসাত ডটকম জানিয়েছে, ৩৬ বছর বয়সী জেনেলিয়া ডিসুজা ‘সিতারে জমিন পার’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আমির খান। আর আমির খানের বিপরীতে অভিনয় করবেন জেনেলিয়া। এতে এ জুটিকে রোমান্স করতে দেখা যাবে। সুপারস্টারের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জেনেলিয়া।
বিডি-প্রতিদিন/শফিক