গত ১৬ অক্টোবর আর্জেন্টিনার বুয়েনস এইরেসে একটি হোটেলের চতুর্থ তলা থেকে পড়ে মারা যান ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশনের সাবেক সদস্য লিয়াম পেইন। ৩১ বছর বয়সী এই সংগীত তারকার অকালমৃত্যুতে আবার চর্চায় উঠে এসেছে ওয়ান ডিরেশকনের গানগুলো। সেটা এতটাই যে আবার জায়গা করে নিয়েছে যুক্তরাজ্যের টপ চার্টে।
বিবিসি জানিয়েছে, লিয়ামের মৃত্যুর এক সপ্তাহ না পেরোতেই ব্যান্ডটির প্রকাশ পাওয়া পাঁচটি অ্যালবাম যুক্তরাজ্যের টপ চার্টের তালিকায় ফিরেছে।
তালিকায় সবার ওপরে রয়েছে ব্যান্ডটির তৃতীয় অ্যালবাম ‘মিডনাইট মেমোরিস’, সেরা ৪০-এ এর অবস্থান ১৩। অফিশিয়াল চার্ট কোম্পানি জানিয়েছে, অ্যালবামটির বিক্রি ও স্ট্রিমিং বেড়েছে ৫১৭ শতাংশ। এ ছাড়া তালিকার ২১ নম্বরে ‘মেড ইন দ্য এ.এম’, তালিকার ২২ নম্বরে ‘ফোর’, ২৫ নম্বরে ‘টেক মি হোম’ ও ৩৮ নম্বরে রয়েছে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আপ অল নাইট’।
এ ছাড়া ওয়ান ডিরেকশনের তিনটি একক গানও টপ চার্টের সেরা ৪০–এর তালিকায় ফিরেছে। এর সঙ্গে লিয়াম পেইনের গাওয়া সবশেষ একক ‘টিয়ারড্রপস’ও জায়গা নিয়েছে সেরা ১০০ চার্টে। তালিকায় এর অবস্থান ৮৫।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ