গত কয়েক মাস ধরে জল্পনা, বিচ্ছেদের পথ বেছে নিচ্ছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়। যদিও এই প্রসঙ্গে দু’জনেরই মুখে কুলুপ। কোনও প্রতিক্রিয়া মেলেনি উভয়ের। সম্প্রতি মেয়ে আরাধ্যা বচ্চনের জন্মদিন গিয়েছে। ঐশ্বরিয়া সেদিন মেয়ের একগুচ্ছ ছবি দিলেও নীরব ছিলেন বাবা অভিষেক। কানাঘুষো তাদের সম্পর্কের মাঝে নাকি তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে।
যদিও অভিষেকের আঙুলে বিয়ের আংটি এখনও জ্বলজ্বল করছে। বচ্চন পরিবারকে নিয়ে যখন এমন গুঞ্জন, তখনই মুক্তি পেল অভিষেকের ছবি ‘আই ওয়ান্ট টু টক’। এবার তাদের চলতে থাকা নিরন্তর গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিষেক!
তিনি নিজে বড্ড দৃঢ়চেতা, সে কথাই জানিয়েছেন অভিনেতা। অভিষেক বলেন, “জীবনে যা-ই ঘটে যাক নিজের ভিতরের মানুষটা আসলে যেমন সেটা বদলে ফেলা উচিত নয়। নিজের চারিত্রিক বৈশিষ্ট্য বদলে ফেলা উচিত নয়। প্রতিনিয়ত শিখতে হয়। না হলে পিছিয়ে পড়তে হয়। আমার ভীষণভাবে মনে হয়, যদি খারাপ মানুষ তার খারাপ কাজ না ছাড়েন, তা হলে ভাল মানুষ কেন তার ভালত্ব বিসর্জন দেবেন! আমার মনে হয় নেতিবাচক বিষয়ে মন দেওয়া উচিত নয়। নিজের মন ভারী হয়ে যায়।”
সুজিত সরকার পরিচালিত এই ছবির প্রথম ঝলক নজর কেড়েছে নেটপাড়ায়।
বিডি প্রতিদিন/নাজমুল