চলতি বছরে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পরে চার হাত এক করেছেন তারা। ভিনধর্মে বিয়ে নিয়ে বিতর্কও কম হয়নি। তবে নিন্দুকদের মুখ বন্ধ করে সুখের মুহূর্তের ছবি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন তারকা দম্পতি। এবার মেয়ের দাম্পত্য নিয়ে মুখ খুললেন তার মা পুনম সিনহা।
কপিল শর্মার অনুষ্ঠানে শত্রুঘ্ন সিনহার সঙ্গে এসেছিলেন স্ত্রী পুনম। সেখানেই দাবি করলেন, জাহির নয়। সোনাক্ষীই নাকি বেশি ভালবাসেন জাহিরকে।
পুনম বলেন, “আমার মা বলতেন, তাকেই বিয়ে করবে, যে তোমাকে বেশি ভালবাসে। আমি কিন্তু সেটাই করেছি। কিন্তু আমার মেয়ে এটা কী করল? এমন একজনকে বিয়ে করল, যাকে ও বেশি ভালবাসে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাক্ষীও। মায়ের কথা শুনে তিনি সঙ্গে সঙ্গে বলে ওঠেন, “এটা নিয়ে তর্ক হতে পারে। জাহির মনে করে, ও আমাকে বেশি ভালবাসে। আবার আমি মনে করি, আমি জাহিরকে বেশি ভালবাসি। কোন সত্যকে মান্যতা দেওয়া হবে, সেটা একটা বিষয়।”
এই কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পুনমের মন্তব্যের সমালোচনাও করেছেন নেটাগরিকের একাংশ। তবে বিষয়টি সামাল দেওয়ায় সোনাক্ষীর প্রশংসা হচ্ছে নেটপাড়ায়।
এক নেটাগরিকের কথায়, “সোনাক্ষী খুব ভাল সামাল দিয়েছেন পরিস্থিতি। সত্যিই ছেলেটার (জাহির) জন্য খারাপ লাগছিল।”
আরেক নেটাগরিকের কথায়, “পুরো এপিসোডটা দেখেই খুব অস্বস্তি হচ্ছিল।”
চলতি বছরের ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসেছেন সোনাক্ষী ও জাহির। তবে কোনও ধর্মীয় আচার ছিল না তাদের বিয়েতে। আইনি বিয়ে সেরে এক বড় প্রীতিভোজের আয়োজন করেছিলেন এই তারকা দম্পতি।
বিডি প্রতিদিন/একেএ