বলিউডে নায়ক হিসেবে চূড়াতেই থাকবেন শাহরুখ খান। তবে উপকারী, দয়ালু, পরোপকারী হিসেবেও শাহরুখ অনেকের চেয়ে এগিয়ে। শাহরুখের চরিত্রের এই অজানা দিকটি প্রকাশ্যে আনলেন প্রযোজক রেণু চোপড়া। এছাড়া শাহরুখের কাছে কৃতজ্ঞও তিনি।
রেণু চোপড়ার ছেলে উদয় চোপড়ার সিনেমার ‘ইত্তেফাক’ তৈরির সময় আর্থিক সংকট তৈরি হয়েছিল। সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন শাহরুখ। সেই সময় শাহরুখ টাকা না দিলে হয়তো সিনেমা তৈরিই হতো না। প্রকাশ্য স্বীকার করেন রেণু।
তিনি বলেন, আমি আর কোনো উপায় না দেখে, শাহরুখের কাছে গিয়েছিলাম। শাহরুখকে জানিয়েছিলাম আমার কাছে কোনো টাকাপয়সা নেই। শাহরুখ ভরসা দিয়ে বলেছিল, আমি টাকা দেব। চিন্তা করতে হবে না। শাহরুখকে তিনি কথা দিয়েছিলেন, অভয় প্রাণ দিয়ে সিনেমা বানাবে।
‘ইত্তেফাক’ অভয়ের প্রথম সিনেমা। শাহরুখ সব সময় নতুনদের সাহায্য করতে এগিয়ে আসেন। কিন্তু ঋণ করলে তো সুদেরও একটা বিষয় থাকে। কিন্তু শাহরুখ নাকি কখনো সুদের বিষয়ে একটি শব্দও বলেননি। এমনকি সুদের কথা উঠলেও তিনি এড়িয়ে যেতেন।
শাহরুখ নাকি বলতেন, আমি সুদ নিতে পারব না।
‘ইত্তেফাক’ বক্স অফিসে দারুণ ব্যবসা না করলেও শাহরুখের সেই সাহায্য আজও মনে রেখেছে চোপড়া পরিবার।
বিডি প্রতিদিন/কেএ