বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট ‘মেট গালায়’ প্রথমবারের মত অংশ নিচ্ছেন বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খান। ফ্যাশনের ওই আন্তর্জাতিক ইভেন্টে শাহরুখ হাঁটবেন বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাকে।
এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এনডিটিভি। ‘মেট গালা’ বরাবরই ফ্যাশনপ্রিয় মানুষের আগ্রহের একটি জায়গা। প্রতিবছরের মে মাসের প্রথম সোমবার বসে মেট গালার আসর। সে রীতি মেনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে এবারের আসর বসছে ৫ মে।
এর আগেও মেট গালায় ভারতের হিন্দি সিনেমার তারকাদের উপস্থিতি দেখা গেছে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরা গত কয়েক বছরে তার ফ্যাশন দিয়ে নজর কেড়েছেন। তবে শাহরুখই হতে যাচ্ছেন বলিউডের প্রথম পুরুষ, যিনি মেট গালার লাল গালিচায় হাঁটবেন।
মেট গালার আসর মানেই সুন্দর কিংবা অদ্ভুত ফ্যাশনের এক জমকালো আসর। এ আসরে মডেল, অভিনেতা, লেখক, সংগীত শিল্পীদের পাশাপাশি অনেক সময় খেলার জগতের তারকারাও অংশ নেন। প্রতি বছরই মেট গালায় আমন্ত্রিতদের জন্য আগে থেকে ঘোষণা করা হয় ‘থিম’। সেই ‘থিম’ বা ভাবনার সঙ্গে সাদৃশ্য রেখে পোশাক পরেন আমন্ত্রিতেরা।
এ বছরের মেট গালার মূল ভাবনা জানিয়ে দেওয়া হয়েছিল গত বছরের শেষে। বলা হয়েছিল ২০২৫ সালের মেট গালার ভাবনা অনুপ্রাণিত হবে কৃষ্ণাঙ্গদের ফ্যাশন বিপ্লব থেকে। ‘থিমের’ নাম ‘সুপারফাইন: টেলরিং ব্ল্যাক স্টাইল’। সেই ভাবনা মাথায় রেখে শাহরুখের জন্য পোশাক তৈরি করেছেন সব্যসাচী।
তবে শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি বা টিমের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। এবারের মেট গালায় দেখা যাবে ব্লেক লাইভলি, রিয়ানা, সারাহ জেসিকা পার্কারসহ আরো অনেক তারকাকে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ