মুম্বাইয়ে অনুষ্ঠিত হরর-কমেডি ঘরানার ছবি ‘দ্য ভূতনি’-র স্ক্রিনিং অনুষ্ঠানটি ছিল তারকাবহুল। ১ মে মুক্তি পাওয়া ছবিটির এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠজন ও অভিনয়শিল্পীরা। তবে এর মাঝে সবচেয়ে আলোচিত ছিলেন ইব্রাহিম আলি খান, যিনি এসেছিলেন কথিত প্রেমিকা পলক তিওয়ারির পাশে দাঁড়াতে।
যদিও ইব্রাহিম ও পলক কেউই তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
স্ক্রিনিংয়ে ইব্রাহিম পরেছিলেন কালো ফুলস্লিভ টি-শার্ট ও ডেনিম ট্রাউজার, সঙ্গে ছিল কালো সানগ্লাস। পাপারাজ্জিদের আহ্বানে হাসিমুখে ছবি ও ভিডিওর জন্য পোজ দেন তিনি। স্ক্রিনিংয়ের এক ভিডিওতে দেখা যায়, পলক ইব্রাহিমের সঙ্গে কথা বলছেন, এবং পরেছেন সবুজ ঝলমলে একটি পোশাক।
পলক তিওয়ারি, জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কন্যা, এই ছবিতে সানি সিংয়ের বিপরীতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। স্ক্রিনিংয়ে শ্বেতা তিওয়ারিও উপস্থিত ছিলেন, সঙ্গে ছিল তাঁর ছোট ছেলে। তিনি পরেছিলেন ছবির নাম ছাপানো কালো পোশাক।
সঞ্জয় দত্তও উপস্থিত ছিলেন স্ক্রিনিংয়ে, পরেছিলেন কালো কুর্তা ও জিন্স, এবং বরাবরের মতোই ছিলেন আকর্ষণীয় উপস্থিতিতে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেহনাজ গিল, ইয়ামিনী মালহোত্রা, নিয়া শর্মা, দিব্যাঙ্কা ত্রিপাঠি, মনীষা রানি প্রমুখ।
ছবির পরিচালক সিধান্ত সচদেব, যিনি নিজেও একটি চরিত্রে অভিনয় করেছেন। এতে সঞ্জয় দত্ত ও মৌনি রায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। ছবিতে পলক ও সানির রোমান্সও দেখা যাবে।
কাজের দিক থেকে, ইব্রাহিম আলি খান তাঁর বলিউড যাত্রা শুরু করেছেন 'নাদানিয়া' ছবির মাধ্যমে, যেখানে তাঁর সঙ্গে ছিলেন খুশি কাপুর। ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলেও দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পায়নি।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া
বিডি প্রতিদিন/আশিক