দেওয়ালের উপর পড়ে আছে একটি বিচ্ছিন্ন মাথা। আর সেই মাথার ওপর একটি হাত দিয়ে পাশেই নিথর বসা লাল জামা পড়া একটি মস্তকবিহীন দেহ, যার অপর হাতটি বিচ্ছিন্ন। তার পাশেই পড়ে আছে বিচ্ছিন্ন আরেকটি হাত। আরেকপাশে পড়ে আছে শুধুই বিচ্ছিন্ন দুটি পা।
এমন একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
চিত্রটি দেখে প্রথমে যে কেউ আঁতকে উঠতে পারেন। কেননা, এ ধরনের বিচ্ছিন্ন শরীরের অঙ্গ-প্রতঙ্গ দেখে মনে হবে মানুষকে হত্যার পর শরীর থেকে এগুলো আলাদা করা হয়েছে। কিন্তু বাস্তবে বিষয়টি তা নয়।
চিত্রটি আসলে দেওয়ালের এক প্রান্তের। অপরপ্রান্তে রয়েছে এগুলোর বাকি অংশ। পাশেই আরেকটি ছবিতে বিষয়টি পরিষ্কার করা হয়েছে।
ছবিটি কে বা কারা ফেসবুকে ছেড়ে দিয়েছেন, যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে। অনেকেই ছবিটি শেয়ার করছেন, লাইক দিচ্ছেন। কমেন্ট করে ফটোগ্রাফারের মেধার প্রশংসা করছেন।
বিডি প্রতিদিন/কালাম