Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৯ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:২৪
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০১৯ ১০:২৪

'পুরনো আমিকে দেখে আমি আঁতকে উঠি'

মোস্তফা সরয়ার ফারুকী

'পুরনো আমিকে দেখে আমি আঁতকে উঠি'

সেই সময়টার কথা মনে হলে রেল লাইনের উপর জেঁকে বসা কুয়াশার কথা মনে হয়, অনিশ্চয়তার যে সৌন্দর্য আছে তার কথা মনে হয়, রাত জেগে ফোনে ফিসফাসের কথা, মহল্লার ভাই-ব্রাদার কালচার ফিল্ম ইউনিটে আমদানি, প্রতি রাতে নানা বিষয়ে কোর্ট মার্শাল, সিনেমা নিয়ে নানান আলোচনা, সততার সাথে ক্যারাম বা তাস খেলা, বাজারের টাকা ধার করা, এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ের জীবন দেয়ার কথা মনে হয়।

সেই সময়টাই ৫১বর্তী। আপনাদের কাছে যা প্রিয় একটা সিরিয়াল পর্যন্ত, আমাদের কাছে সেটা প্রায় জীবনযাপনের সমান্তরাল।

নিজের পুরনো কাজ কখনোই দেখি না। কারণ আমি তো মানুষটা প্রতিদিন ঘুম থেকে উঠেই বদলাই। ফলে পুরনো আমিকে দেখে আমি আঁতকে উঠি।

কালকে থেকে সোম থেকে বৃহস্পতি ৫১বর্তী আবার দেখাবে চ্যানেল আইতে। যারা আগে দেখেননি তারা খুব বড় কিছু আশা করে দেখতে বসবেন না, সতেরো বছর আগে খুব অল্প টাকায়, অল্প সুবিধায় বানানো একটা সিরিজ হিসাবেই দেখতে বসবেন।

আর যারা আগে দেখেছেন বা এক সময় শুক্র আর রবিবার রাত নয়টা পঁয়ত্রিশে নিয়ম করে দেখতে বসতেন, তারা ঐ সময়টায় ফিরে যাবার জন্যে দেখতে পারেন। ঐ সময়ের প্রেম, ঐ সময়ের অভিমান, ঐ সময়ের স্বপ্ন, ঐ সময়ের শিহরণ অনুভব করতে পারেন। ফোন দিয়ে বসতে পারেন ঐসময়ের বন্ধুকে। যেনো বলতে পারেন, আমাদের যে দিন গেছে, তাকে কখনোই চিরতরে চলে যেতে দিবো না!

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ফারজানা


আপনার মন্তব্য