শিরোনাম
১৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৪৬

এখানে কি আপনাদের কোনো দায় বা দায়িত্ব নেই?

শামীমুল ইসলাম শামীম

এখানে কি আপনাদের কোনো দায় বা দায়িত্ব নেই?

কিছু কথা...  বাপ্পী চৌধুরী ও সায়মন সাদিক। বাংলা চলচ্চিত্রের এই সময়ের উজ্জল তারকা। আমার খুব কাছের ভাই, বন্ধু আর সহকর্মী। বেশ কিছুদিন ধরে খুব লক্ষ্য করছি- তাদের ক্যারিয়ার খুব একটা ভালো যাচ্ছে না। তারা হয়তো বলবে- পুরো চলচ্চিত্রের অবস্থাই তো ভালো যাচ্ছে না। আমার "কিছু কথা" এখানেই।

এই যে ভালো যাচ্ছে না, এখানে কি আপনাদের কোনো দায় বা দায়িত্ব নেই? কি করছেন আপনারা ভালো করার জন্য? বা কেন করছেন না? ইন্ডাস্ট্রিতে শাকিব খানের পরেই আপনাদের অবস্থান। কেন ভুলে যান এটা? নাকি নিজেদের নিজেরাই অসহায় ভেবে হাত-পা গুটিয়ে বসে থাকার পণ করেছেন? আমরা তা ভাবি না। এখনো শাকিব খানের পরে আমরা আপনাদেরই ভাবি। আপনারা তারকা এটা দেশের আপামর দর্শক মাত্রই জানে। জানেন না শুধু আপনারা। এটা আপনাদের দুর্ভাগ্য না। আপনাদের দুর্বলতা। শাকিব খান নিজের অবস্থান ধরে রাখতে প্রতিনিয়ত প্রচণ্ড সোচ্চার। আপনারা আপনাদের ক্যারিয়ার ধরে রাখতে কতোখানি সোচ্চার? আমার ভীষণ সন্দেহ আপনাদের নিয়ে। পাশাপাশি কষ্টও হয়। একজন শাকিব খান একাই এতো বড় ইন্ডাস্ট্রির বোঝা একাই বয়ে বেড়াচ্ছেন। প্রতিদিন একজন নতুন ইনভেস্টর ইন্ডাস্ট্রিতে নিয়ে আসছেন। না হলে নিজেই ইনভেস্ট করে টিকে থাকার লড়াইয়ে অ্যাকটিভ থাকছেন। তার বদৌলতে আরো শতজন ইন্ডাস্ট্রির শিল্পী-কর্মী কাজ করার সুযোগ পাচ্ছেন। বছরের পর বছর ধরে প্রতি ঈদে যে করেই হোক নিজের ছবি পেক্ষাগৃহে নিয়ে আসছেন। আপনারা কি করছেন? তারকা তকমা নিয়ে নিভৃতে পড়ে আছেন কেন? কেন চ্যালেঞ্জ নিচ্ছেন না- যে করেই হোক এই ঈদে শাকিব খানের সঙ্গে আমাদের ছবিও সিনেমা হলে আসবেই! আসতেই হবে। কেন ঝাঁপিয়ে পড়ছেন না এ লক্ষ্যে? তাহলে তারকা হয়ে লাভ কি আপনাদের? আপনারা কি পারেন না এই তারকা ইমেজ কাজে লাগিয়ে ২/৪ টা ইনভেস্টর ক্রিয়েট করতে? যদু-মধু মার্কা কিছু হিরো কিছু প্রডিউসার জুটিয়ে ধুমছে কাজ করে যাচ্ছেন। আলতু ফালতু কিছু ছবি দিয়ে তারা ইন্ডাস্ট্রির আরো ১২টা বাজিয়ে দিচ্ছেন! আপনারা তো অভিজ্ঞ! অনেক গল্প করেছেন। অনেকের সাথে কাজ করেছেন? অনেক ধরনের অনেক ছবি করেছেন। এই প্রডিউসারগুলো যদি আপনারা আনতেন, ভেবে দেখুন তাহলে কতো ভালো ভালো মুভি ইন্ডাস্ট্রি পেতো? কেন আপনারা সেটা পারেননি বা পারছেন না? সময় এখনো ফুরিয়ে যায়নি ভাই। প্লিজ আজ থেকেই ঝাঁপিয়ে পড়ুন। চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যান। আমার বিশ্বাস দারুণ কিছু হতে বাধ্য।  

লেখক : চলচ্চিত্র নির্মাতা

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর