প্রতিদিন গড়ে হাঁটার অভ্যাসের উপর ভিত্তি করে বিশ্বে অলস দেশের তালিকা তৈরি করা হয়। এই তালিকায় পালাক্রমে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া চ্যাম্পিয়ন বা রানার্স আপ হয়ে থাকে সবসময়ই। বিগত ৫ বছর ইন্দোনেশিয়ায় অবস্থানকালে এটির সত্যতা পেয়েছি। এরা ১০০-২০০ মিটার দুরত্বও হেঁটে পৌঁছাতে চেষ্টা করে না।
তবে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই বদভ্যাস দূর করতে বড় বড় শহরে নানা রকম উদ্যোগ নেয়া হয়েছে। বাইসাইকেল চালানো উদ্বুদ্ধ করতে প্রায় সব শহরেই পৃথক লেন তৈরি করা হচ্ছে।
ছবিতে জাভা দ্বীপের দ্বিতীয় বৃহত্তম শহর বন্দর নগরী সুরাবায়া'তে সাইকেলের জন্য সংরক্ষিত পৃথক সড়ক লেন। কদাচিৎ ২/১ জনকে সাইকেল চালিয়ে চলাচল করতে দেখা যায় যদিও!
লেখক: প্রবাসী চিকিৎসক
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা